Friday, March 10, 2017

GNU/Linux (গনু/লিনাক্স)


লেখাটা গনু/লিনাক্স অপারেটিং সিস্টেম নিয়ে নয়, এ বিষয়ে জানতে ভিজিট করতে পারেন GNU Project , Linux News অথবা গুগলে "Linux " লিখে সার্চ দিন, আর বাংলায় জানতে চাইলে "গনু/লিনাক্স " লিখে সার্চ করতে পারেন। যা হোক,
লেখার উদ্দেশ্য হল নিজের অভিজ্ঞতা তুলে ধরা।
আসুন প্রথমে দেখা যাক কম্পিউটার দিয়ে আমরা কি কাজ করি?
কম্পিউটারের বাংলা প্রতিশব্দ "গণনা যন্ত্র" হলেও আমরা অন্তত এই কাজে নিশ্চই ব্যবহার করি না, টুকটাক হিসাব ফোনেই করি। আমরা যেটা করি তা হল মুভি দেখা, বিশেষ করে ব্রডব্যান্ড নেটওয়ার্কের আওতায় যারা থাকি।
আর একটা কাজ তা হল ইউটিউবে ঘাটাঘাটি।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আর একটি বিশেষ কাজ, "প্রেজেন্টেশন বানানো",  তারপর কেউ আছে বই প্রেমী,  বই পড়তে ভালোবাসে, কেউ আর্টিস্ট,  আর্ট করতে পছন্দ করে, কেউ ডিজাইনার,  বিভিন্ন ডিজাইন করে, প্রোগ্রামার, বিভিন্ন প্রোগ্রাম বানায়, কেউ আবার ফটোশপের কাজ করে, কেউ আবার গ্রাফিক্যাল আর্ট করে, কেউ ডিভিডি বার্ন করে,  কেউ বা ওয়েব ডিজাইন, কেউ কেউ আবার গল্প কবিতা টাইপ করে লিখে.... এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের দৈনন্দিন কাজ।
আর এসব করতেই বিশেষ ভাবে পিসি ব্যবহার করি।
আমরা পিসি বলতেই বুঝি উইন্ডোজ, কোন ফ্রেন্ড নতুন কম্পিউটার বা ল্যাপটপ কিনলে প্রথমে জিজ্ঞেস করি,
"উইন্ডোজ কত?" (দাম কত তা নয়, ভার্সন।  এটা যে দাম দিয়ে কেনার জিনিস তাই বা কয়জন জানে?) 
মাঝে মাঝে আবার শুনি, "ধুর শালা, ভার্সিটির পিসি তে পেনড্রাইভ দিছিলাম, এখন আমার কম্পিউটারটা শর্টকাট হইয়া গেছে", কারো কারো ফাইল আবার ভাইরাসে খেয়ে ফেলে,... কারো পিসি আবার স্লো হয়ে যায় (হ্যাং করে),  সঠিক ড্রাইভার ইন্সটল করতে না পেরে কারো পিসিতে আবার ভিডিও চলে না। .....
এরকম হাজারো সমস্যা....সমাধান হল স্বঘোষিত হ্যাকার বন্ধুর ( যে কিনা কম্পিউটার ভাল বুঝে, পেইড সফ্টয়্যার মাগনা ইন্সটল করতে পারে...(অনেক কিছু জানে!))  কাছে ছোটা, "দোস্ত, উইন্ডোজ ১০ মাইরা দে..",  আর দুর্ভাগ্য জনক ব্যাক্তি যার এমন বন্ধু নেই, তারা ছোটে আইডিবি, ১০ নাম্বার অথবা মাল্টিপ্ল্যান সেন্টারে, উইন্ডোজ দেওয়ার জন্য।
___________________________________________________________
চলুন এবার দেখা যাক গনু/লিনাক্স(GNU/Linux) অপারেটিং সিস্টেমে কি আছে আর কি নেই,
যা আছে(আলাদা করে ইন্স্টল দেয়া লাগে না):
১।  ড্রাইভার প্যাকেজ (আপনার পিসির জন্য যেটা সাপোর্টেড)
২। সি কম্পাইলার (জিসিসি)
৩। অডিও টুলস
৪। নেট ব্রাউজার
৫। ভিডিও প্লেয়ার
৬। আনজিপ/আনরার টুলস
৭। ডিস্ক/পেনড্রাইভ বার্নার
৮। লিব্রে অফিস টুলস (Word,Exell,Power point, Math, Database)
৯। শক্তিশালি টার্মিনাল (BASH)
১০। সফ্টয়্যার ম্যানেজার (এন্ড্রয়েডে যেমন প্লে-স্টোর থাকে)
১১। পিডিএফ/ডকুমেন্ট রিডার

আরো অনেক কিছুই থাকে, যেগুলি উইনন্ডোজে ইন্স্টল করে নিতে হয়, তার কিছু চিন্হিত অংশ বলা হয়েছে।

আর সবচেয়ে বড় ব্যাপার হল "সম্পূর্ণ ফ্রী"।
_____________________________________________________________
আর যা যা নেই,
১। ভাইরাস (আপনি খু্ঁজেও পাবেন না)
২। শর্টকাট সমস্যা
৩। হ্যাং মেরে বসে থাকা
এসব গনু/লিনাক্স এ থাকে না।

____________________________________________________________
হয়তো প্রশ্ন করতে পারেন, এত ভাল-অত ভালো, তাহলে ব্যবহারকারী কম কেন?
#ব্যপারটি হল প্রচার ,
যেহেতু এটা সম্পূর্ণ ফ্রী , ডেভেলাপার রা বিনা পারিশ্রমিকে তৈরী করে, বিজ্ঞাপণের খরচ কে দেবে?
আর বলতে পারেন সস্তার তিন অবস্থা.....#উত্তর হল, এটা আপনার ভুল ধারণা।
___________________________________________________________
আজ এ পর্যন্তই, পরবর্তী পোস্টে GNU/Linux এর সফ্টয়্যার নিয়ে আলোচনা করা হবে।
______________________________________________________________
পোস্টটি শেয়ার করে অথবা কপি-পেস্ট করে গনু/লিনাক্স প্রচারে সহায়তা করুন। ক্রেডিট দেওয়া না দেওয়া আপনার ব্যপার।


আরো দেখুন,



No comments:

Post a Comment

Simple Screen Recorder এবং ফেসবুকে স্ক্রিন শেয়ারিং এর Black Screen সমস্যার সমাধান

 লিনাক্স নির্ভর অপারেটিং সিস্টেমে GNOME Interface ব্যবহারকারীদের কেউ কেউ ফেসবুকের ভিডিও কলে স্ক্রিন শেয়ারিং অপশনে কিংবা সিম্পল স্ক্রিন রেকর্...