Thursday, March 30, 2017

লিনাক্স মিন্ট ইন্সটলেশন প্রক্রিয়া (ছবিসহ ধাপে ধাপে বর্ণিত)


গনু/লিনাক্স অপারেটিং সিস্টেম সম্পূর্ণ ফ্রি, এই ফ্রি শুধু "বিনামূল্য” বোঝানোর ফ্রি নয়, এই ফ্রি হল "ফ্রিডম" (স্বাধীন/মুক্ত), এখানে আপনিই গুরু, সকল সফ্টয়্যার আপনার অধীনে কাজ করবে। আপনি যা নির্দেশ দেবেন তাই। নৈতিক ভাবেও বিশুদ্ধ থাকবেন, কারন পাইরেসি করে চালাতে হচ্ছে না।
অনেকের ইচ্ছে থাকলেও কিভাবে ইন্সটল করতে হয় তা না জানার কারণে বাধ্য হয়ে উইনন্ডোজই চালাতে হয়, যদিও এ নিয়ে অজস্র টিউটোরিয়াল ভিডিও রয়েছে, কিন্তু ইংরেজী ভীতি তো আর আমাদের কম নয়। এখানে যথা সম্ভব সহজ ভাবে বলার চেষ্টা করবো, তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় বা মনে কোন প্রশ্ন আসে তাহলে নির্দিধায় কমেন্ট করবেন অথবা ফেসবুকে মেসেজ পাঠাতে পারেন।

১। প্রথমে আপনাকে একটি পেনড্রাইভ নিতে হবে (৮জিবি হলে ভাল হয়, তবে ৪ জিবি হলেও অসুবিধা নেই)

২। লিনাক্স মিন্ট ডাউনলোড করে নিন (আপনার ল্যাপটপ/ডেক্সটপের র্যাম (RAM) যদি ২জিবি হয় তাহলে ৩২ বিটের আইএসও(.iso) ফাইল ডাউনলোড করবেন, আর যদি ৪জিবি বা এর বেশি র্যাম থাকে তবে ৬২ বিট আইএসও(.iso) ফাইল ডাওনলোড করবেন।) লিনাক্স মিন্টের অফিশিয়াল ডাউনলোড পেজ

৩। এখন ডিস্ক ইমেজ ক্রিয়েটর  Rufus এর অফিসিয়াল Download পেজ  এ গিয়ে ডাউনলোড করে নিন।

রুফাস (Rufus) দিয়ে যেভাবে পেনড্রাইভ বুটেবল করবেন 

৪। ধরে নিচ্ছি আপনি পেন ড্রাইভটি বুটেবল করেছেন ।

৫। এখন পেনড্রাইভটি পিসিতে লাগিয়ে রিস্টার্ট দিন, অন হবার পর বুট মেন্যু বের করুন। একেক কম্পিউটারে একেক রকম । কারো পিসিতে Esc বোতাম চাপলেই আসে তবে সাধারণত F12/F10 চাপলে চলে আসে। এতে যদি না আসে তবে F সিরিজের অন্যান্য বোতাম চেপে চেষ্টা করুন।

৬। এখন থেকে শুরু হল ইন্সটলেশনের আসল প্রক্রিয়া, যদি আপনার উইনন্ডোজ ইন্সটল করার অভিজ্ঞতা থেকে থাকে অথবা না থেকে থাকে, প্রক্রিয়াগুলি সঠিক ভাবে অনুসরণ করুন। 
 
<প্রথম ধাপ>: স্ক্রিনে এরকম চিত্র দেখতে পাবেন। 

   

  
Wifi / Internet Connect করে নিন।
এখন "Install Linux Mint" এ ক্লিক করুন। 

<দ্বিতীয় থাপ
ভাষা সিলেক্ট করতে বলা হয়েছে, আপনার পছন্দের ভাষা নির্বাচন করে করে ‌‍'continue' চাপুন।

 'continue' চাপুন। 
এরপর আরেকটি মেন্যুৃ আসবে 
*Download update while installing 
*Install third-party software....
সিলেক্ট করে Continue চাপবেন।

<তৃতীয় ধাপ>


এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ , আপনার কম্পিউটারের তথ্যগুলি যদি সংরক্ষিত রাখতে চান তবে "Something else" চেপে continue করুন। 

<চতুর্থ ধাপ>

আপনি যে ড্রাইভে ইন্সটল করতে চান (উইনন্ডোজের সি ড্রাইভে ইন্সটল করবেন,তাহলে অন্য পার্টিশনগুলি নষ্ট হবে না) এখানে যেহেতু ড্রাইভের নাম লেখা নেই তাই সাইজ দেখে বুঝতে হবে। 
ড্রাইভটি সিলেক্ট করে চিত্রের মত (-) এ ক্লিক করুন। 
পার্টিশনটি ডিলেট হল । 

<পঞ্চম ধাপ>
এখন খালি হওয়া জায়গাটি সিলেক্ট করে (+) এ ক্লিক করুন। 

কিছু অপশন দেখতে পাবেন। 
Size: যতটুকু দেখাবে তার চেয়ে ৪ বা ৫ জিবির মত জায়গা বাদ রাখুন। 
Type of the new partition:  এখানে কিছু করার দরকার নেই। 
Use as: Ext4 Journaling file system 
Mount point: "/" সিলেক্ট করুন। Ok চাপুন। 
এরপর নতুন খালি জায়গা দেখতে পাবেন। আগনি যে ৪ বা ৫ জিবি বাদ রেখেছিলেন সেটি।
এখন ওটা সিলেক্ট করে আবার (+) এ ক্লিক করুন। 
অপশন মেন্যৃ দেখাবে । আপনি শুধু Use as : Swap area সিলেক্ট করে OK চাপুন। 
এখন ext4 পার্টিশনটি সিলেক্ট করে Install Now এ ক্লিক করুন। যা যা বলে OK করুন।

<ষষ্ঠ ধাপ

এখান থেকে আপনি যে দেশের (বাংলাদেশ/ভারত) খুঁজে বের করে continue করুন। 
কী-বোর্ড লেআউট সিলেক্ট করে continue করুন।


Your name:আপনার নাম লিখুন
Your computer name: আপনার কম্পিউটারের নাম।
Pick a user name: নাজে থেকেই নিয়ে নিবে, ইচ্ছে হলে পরিবর্তন করুন। সবগুলি অক্ষর ছোট হাতের হবে আর 
মাঝখানে স্পেস(খালি জায়গা) রাখা যাবেনা।
choose a password:পাসওয়ার্ড দিন
Confirm your password: পাসওয়ার্ড দিন
এবং continue চাপুন। 

এখন অপেক্ষা করুন। 
ইন্সটলেশন সম্পন্ন হওয়ার পর রিস্টার্ট করতে বলবে, রিস্টার্ট করুন।
আগেই পেনড্রাইভ খুলবেন না। কিছুক্ষণ পর স্ক্রিনে লেখা দেখতে পাবেন। এবার পেন ড্রাইভ খুলে এন্টার চাপুন।


আর আপনি যদি চান পুরো কম্পিউটার ফরমেট করবেন তাহলে <তৃতীয় ধাপে শুধু Erase disk and install Linux mint করবেন>
তাহলে একবারে <৬ষ্ঠ ধাপে এসে যাবেন>। 

আশাকরি সবকিছু সুষ্ঠ ভাবেই সম্পন্ন হয়েছে। গনু/লিনাক্সের দুনিয়ায় আপনাকে স্বাগতম। 

আরো দেখুন,

কেন শিক্ষা-প্রতিষ্ঠানের ফ্রী-সফ্টয়্যার ব্যবহার করা উচিৎ ?--(রিচার্ড স্টলম্যান)

No comments:

Post a Comment

Simple Screen Recorder এবং ফেসবুকে স্ক্রিন শেয়ারিং এর Black Screen সমস্যার সমাধান

 লিনাক্স নির্ভর অপারেটিং সিস্টেমে GNOME Interface ব্যবহারকারীদের কেউ কেউ ফেসবুকের ভিডিও কলে স্ক্রিন শেয়ারিং অপশনে কিংবা সিম্পল স্ক্রিন রেকর্...