গনু/লিনাক্স(GNU/Linux) যে নিরাপদ এবং যথেষ্ট ভাল অপারেটিং সিস্টেম তা মোটামুটি প্রযুক্তি জ্ঞান সম্বলিত সকলেরই জানা। কিন্তু গনু/লিনাক্স(GNU/Linux) এর ডিস্ট্রো(Distro)র তো অভাব নেই। হাজার হাজার ডিস্ট্রো, তাই নতুন ব্যবহারকারীরা প্রথম দিকে বেশ দ্বিধায় পড়ে যায় যে কোনটা দিয়ে শুরু করবো অথবা কোনটি সেরা?
আজ এ বিষয় নিয়ে কিছুটা কথা বলবো, আশাকরি তা আপনার দ্বিধা দূর করতে সাহায্য করবে।
× কোনটি (কোন ডিস্ট্রো) দিয়ে শুরু করা উচিৎ?
উত্তর: চোখ বন্ধ করে আপনার লিনাক্স মিন্ট অথবা উবুন্টু দিয়ে যাত্রা শুরু করা উচিৎ। বিভিন্ন ওয়েব সাইটেও এই সাজেশন ই পাবেন। এর কারণ হিসেবে হয়তো ভাবতে পারেন অন্য ডিস্ট্রোগুলি কঠিন! আসলে ব্যপারটি ওরকম নয়। লিনাক্স মিন্ট এবং উবুন্টুর সফটওয়্যার ম্যানেজারটি আসলে চমৎকার ভাবে সাজানো, তাই নতুন ব্যবহারকারীদের সফ্টওয়্যার ইনস্টলেশন এ কোনরূপ ঝামেলা পোহাতে হয়না বা টার্মিনালে কোন কমান্ড লিখতে হয় না।
অনেকটা স্মার্টফোনের মতই সহজ ব্যাপার।
আবার গনু/লিনাক্সের অনেকগুলি Environment রয়েছে, যেমন: GNOME, Mate, Cinnamon, Unity, Lxde, Xfce, KDE.......আরো শ খানেক বা তারও বেশি । স্বাভাবিক ভাবে এখানেও নতুন ব্যবহারকারি বেশ দ্বিধায় ভোগে। এর কিছুটা সহজ সমাধান বাতলে দিচ্ছি,
১. যদি আপনার র্যাম ২জিবি হয়, তাহলে ৩২ বিট(x86) ব্যবহার করবেন। (বাকি সব নিচের মতই)
২. ৪ জিবি র্যাম + ডুয়াল কোর = Lxde অথবা Xfce ব্যবহার করা ভাল, Cinnamon ও ব্যবহার করা যেতে পারে।
৩. ৪ জিবি র্যাম + কোর আই-৩ = Mate, Cinnamon, Unity, Xfce, GNOME ও ব্যবহার করা যেতে পারে।
৪. ৪ জিবি র্যাম + কোর আই-৫ = GNOME, KDE, Unity, Mate, Cinnamon, Xfce (সব)
কাজের ক্ষেত্রে সবগুলি একই, শুধু ফ্লেভারে একেক রকম আমেজ(Environment) পাবেন। আর সিক্যুরিটি অ্যাডমিন বা হ্যাকারদের জন্য বিশেষ(Special) ডিস্ট্রিবিউশনগুলি হচ্ছে কালি লিনাক্স(Kali Linux), প্যারট সিক্যুরিটি ওএস(Parrot Security OS), ব্ল্যাক আর্চ লিনাক্স(Black Arch Linux), ব্যাকবক্স(BackBox) ইত্যাদি। এদের কাজ কিছুটা আলাদা।
এই বিশেষ কিছু ডিস্ট্রো ছাড়া সব ডিস্ট্রো দিয়েই একই রকম কাজ করা যায়, শুধু স্টাইলে কিছুটা ভিন্নতা থাকে। তাই এখানে যেসব কথা বলা হচ্ছে তা সকল ক্ষেত্রেই প্রযোজ্য।
Environment অনুযায়ী ডিস্ট্রোর লিঙ্ক (এখানে শুধু উবুন্টু আর লিনাক্স মিন্টের লিঙ্ক দেওয়া হচ্ছে), এগুলি মাস তিনেক চালালে আপনি নিজেই পরবর্তী পদক্ষেপ নিতে পারবেন।
× Lxde - লুবুন্টু (Lubuntu)
× Xfce
১. লিনাক্স মিন্ট এক্সএফসিই (Linux Mint Xfce)
২. যুবুন্টু(Xubuntu)
× Cinnamon - লিনাক্স মিন্ট সিনামন (Linux Mint)
× Mate
১. উবুন্টু মেট(Ubuntu Mate)
২. লিনাক্স মিন্ট মেট(Linux Mint Mate)
× Unity - উবুন্টু ই্উনিটি (Ubuntu Unity)
× GNOME - উবুন্টু (Ubuntu)
× KDE
১. লিনাক্স মিন্ট কেডিই(Linux Mint KDE)
২. কুবুন্টু (Kubuntu)
সোর্স: আমার অনিয়মিত লেখার ব্লগ (কোন ডিস্ট্রো দিয়ে শুরু করবো আর কোন Environment?)
ব্লগটি শুধুমাত্র বাংলাভাষী ভাই-বোনদের জন্য, যারা নতুন কিছু শিখতে ভালবাসে, শেখাতে ভালবাসে। সকল লেখা সম্পূর্ণ উন্মুক্ত, কপি-পেস্ট, বিতরণ, পরিবর্তন সবই করা যাবে। অনুমতি নেবার প্রয়োজন নেই।
Subscribe to:
Post Comments (Atom)
Simple Screen Recorder এবং ফেসবুকে স্ক্রিন শেয়ারিং এর Black Screen সমস্যার সমাধান
লিনাক্স নির্ভর অপারেটিং সিস্টেমে GNOME Interface ব্যবহারকারীদের কেউ কেউ ফেসবুকের ভিডিও কলে স্ক্রিন শেয়ারিং অপশনে কিংবা সিম্পল স্ক্রিন রেকর্...
-
১০টি মজার কমান্ড নিয়ে বলা যেতে পারে, নতুন ব্যবহারকারীরা বেশ নির্মল মজা খুঁজে পেতে পারেন!
-
লিনাক্স নিয়ে (গনু+লিনাক্স) মোটামুটি প্রাথমিক ধারণা সম্ভবত আমি লিখে ফেলেছি। যে সকল বন্ধুগণ সবেমাত্র গনু/লিনাক্স ব্যবহার করা শুরু করেছেন বা শ...
প্রথম গনু না, এটা হিবে গ্নু। জিনোম না, হবে গ্নোম। তবে অনলাইনে বাংলা কন্টেন্টে লিনাক্স নিয়ে আরেকটি লেখা যুক্ত করায় ধন্যবাদ আপনাকে। আমার সাইটটি ঘুরে আসবেন আশা করি। মুক্ত রসুই — Open Kitchen
ReplyDelete