Saturday, March 25, 2017

টার্মিনালের মজা

১০টি মজার কমান্ড নিয়ে বলা যেতে পারে, নতুন ব্যবহারকারীরা বেশ নির্মল মজা খুঁজে পেতে পারেন! 

১. sudo apt-get install screenfetch
এবার টার্মিনালে লিখুন screenfetch


২. sudo apt-get install pi
টার্মিনালে লিখুন pi 10 
পাই এর মান দশমিকের পর ৯ ঘর পর্যন্ত দেখাবে। 

৩. লিখুন factor 10
১০ এর মৌলিক উৎপাদক গুলো দেখাবে,  লিখুন factor 345 তাহলে ৩৪৫ এর মৌলিক উৎপাদকগুলো দেখাবে।

৪. sudo apt-get install sl
টার্মিনালে লিখুন sl (এস এল) তাহলে দেখতে পাবেন টার্মিনালে ধোঁয়া ছুটিয়ে চলে যাচ্ছে সেকেলের ট্রেন।

৫. লিখুন curl wttr.in
পেয়ে যাবেন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস!

৬. sudo apt-get install cowsay
গরুর কথা দেখতে চান? টার্মিনালে লিখুন cowsay How are you?
গরু আপনাকে "How are you?" বলবে।

৭. sudo apt-get install fortune
লিখুন fortune
জ্ঞানী ব্যাক্তিদের বাণী দেখতে পারবেন। আর fortune | cowsay
দেখুন কী হয়! 

৮. sudo apt-get install figlet
টার্মিনালে লিখুন figlet I love myself!
বাকি ব্যবহার নিজেই বুঝবেন। :) 
৯. sudo apt-get install rig
টার্মিনালে লিখুন rig
RIG = random identity generator তো, এটা একেক সময় একেক রকম পরিচয় তৈরি করবে।|

১০. sudo apt-get install oneko
টার্মিনালে লিখুন oneko
একটা বিড়াল, যে ভালবাসবে আপনার ইঁদুর (মাউস) 

No comments:

Post a Comment

Simple Screen Recorder এবং ফেসবুকে স্ক্রিন শেয়ারিং এর Black Screen সমস্যার সমাধান

 লিনাক্স নির্ভর অপারেটিং সিস্টেমে GNOME Interface ব্যবহারকারীদের কেউ কেউ ফেসবুকের ভিডিও কলে স্ক্রিন শেয়ারিং অপশনে কিংবা সিম্পল স্ক্রিন রেকর্...