লিনাক্স নির্ভর অপারেটিং সিস্টেমে GNOME Interface ব্যবহারকারীদের কেউ কেউ ফেসবুকের ভিডিও কলে স্ক্রিন শেয়ারিং অপশনে কিংবা সিম্পল স্ক্রিন রেকর্ডারে (Simple Screen Recorder) রেকর্ড করতে গিয়ে সমস্যায় পড়েন। সমস্যাটি হল সেখানে শুধু কালো স্ক্রিন আর পয়েন্টার ছাড়া আর কিছু দেখা যায় না কিংবা রেকর্ড হয় না।
সমাধান:
এজন্য আপনাকে Xorg ব্যবহার করতে হবে, এজন্য custom.conf কে নিচে বর্ণিত নিয়মে সামান্য পরির্তন করতে হবে।
১. টার্মিনাল চালু করুন, সেখানে লিখুন: sudo nano /etc/gdm/custom.conf
২. সেখান থেকে WaylandEnable=false এর আগে যে হ্যাস (#) চিহ্ন আছে তা মুছে দিন এবং
৩. এর নিচে DefaultSession=gnome-xorg.desktop লাইনটি যোগ করুন।
৪. সেভ করুন এবং কম্পিউটার/ল্যাপটপ রিস্টার্ট দিন।
ব্যাস! সমস্যা সমাধান!
No comments:
Post a Comment