Wednesday, March 22, 2017

উবুন্টু (Ubuntu) / লিনাক্স মিন্ট (Linux Mint) এ বাংলা লেখার পদ্ধতি (বিজয় স্টাইল)


অধিকাংশ নতুন উবুন্টু/লিনাক্স-মিন্ট (গনু/লিনাক্স ডিস্ট্রো) ব্যবহারকারীরা বাংলা টাইপ করাতে সমস্যার পড়ে যান, অনেকে তাই  "প্রভাত কী-বোর্ড লেআউট" শেখার জন্য নির্দেশনা দেন। ইচ্ছে করলে আপনি ওটা শিখতে পারেন, তবে যারা আমার মত আনাড়ি (দেখে দেখে টাইপ করতে হয়) তাদের জন্য "বিজয় লেআউট" ই সুবিধাজনক ।
তাহলে চলুন দেখা যাক কিভাবে "ইউনিজয়" ইন্সটল করে বাংলা লেখা যায়।
সতর্কতার সাথে নিচের নির্দেশগুলি অনুসরণ করুন,
১ম ধাপ:
টার্মিনাল চালু করুন (Ctrl+Alt+T)
২য় ধাপ:
sudo apt-get install ibus-m17n m17n-db m17n-contrib ibus-gtk টাইপ করুন  এবং এন্টার-কী চাপুন।
পাসওয়ার্ড দিতে বলবে, পাসওয়ার্ড দিন এবং ইন্সটল হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
৩য় ধাপ:
ইন্সটলেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকলে টার্মিনালে লিখুন ibus-daemon -xdr এবং এন্টার-কী চাপুন।
৪র্থ ধাপ:
×উবুন্টুর জন্য:
এখন কী-বোর্ড লেআউটে গিয়ে ibus লিখে search দিন আর সেখান থেকে Bengali (unijoy (m17n)) সিলেক্ট করুন।

×লিনাক্স মিন্টের জন্য:
Menu তে যান, ibus লিখে সার্চ দিন, ibus preferences এ যান, তারপর সেখান থেকে input method, add এ ক্লিক করুন, সেখানে Bengali লিখে সার্চ করুন, Bengali তে ক্লিক করে সেখান থেকে unijoy (m17n) সিলেক্ট করুন।

[
লিনাক্স মিন্টের আপডেট ভার্সনে বাংলা লিখার ক্ষেত্রে কেউ কেউ একটি সমস্যার  সম্মুখীন হচ্ছেন তা হল ibus দিয়ে বাংলা লিখলেও ইংলিশ অক্ষর উঠছে। এ সমস্যা থেকে মুক্তি পেতে হলে আপনাকে আরো কয়েকটি টুলস্ ইন্সটল করে নিতে হবে ।
(১) ibus-clutter
(২) ibus-gtk
(৩) ibus-gtk3
(৪) ibus-qt4

এগুলি আপনি সফ্টয়্যার ম্যানেজার (Software Manager) অথবা সাইন্যাপ্টিক প্যাকেজ ম্যানেজার (Synaptic Pakage Manager) এ সার্চ দিলেই পাবেন।

এগুলি ইন্সটল করার পর কম্পিউটারটি রিবুট(রি-স্টার্ট) করুন।

এবং টার্মিনালে লিখুন 
ibus-daemon -xdr তারপর Enter চাপুন।
]

ব্যাস! কাজ সম্পন্ন হল । এখন মনের সুখে মায়ের ভাষায় লিখুন ।
ও.......আর একটি কথা, কী-বোর্ড লেআউট পরিবর্তন করার জন্য Super/Win key+space চাপুন, কাজ না হলে ২-৩ সেকেন্ড ধরে থাকুন।

আর অবশ্যই শেয়ার অথবা কপি-পেষ্টের মাধ্যমে আপনার বন্ধুদের সাহায্য করতে ভুলবেন না।




আরো দেখুন,
 

No comments:

Post a Comment

Simple Screen Recorder এবং ফেসবুকে স্ক্রিন শেয়ারিং এর Black Screen সমস্যার সমাধান

 লিনাক্স নির্ভর অপারেটিং সিস্টেমে GNOME Interface ব্যবহারকারীদের কেউ কেউ ফেসবুকের ভিডিও কলে স্ক্রিন শেয়ারিং অপশনে কিংবা সিম্পল স্ক্রিন রেকর্...