অধিকাংশ নতুন উবুন্টু/লিনাক্স-মিন্ট (গনু/লিনাক্স ডিস্ট্রো) ব্যবহারকারীরা বাংলা টাইপ করাতে সমস্যার পড়ে যান, অনেকে তাই "প্রভাত কী-বোর্ড লেআউট" শেখার জন্য নির্দেশনা দেন। ইচ্ছে করলে আপনি ওটা শিখতে পারেন, তবে যারা আমার মত আনাড়ি (দেখে দেখে টাইপ করতে হয়) তাদের জন্য "বিজয় লেআউট" ই সুবিধাজনক ।
তাহলে চলুন দেখা যাক কিভাবে "ইউনিজয়" ইন্সটল করে বাংলা লেখা যায়।
সতর্কতার সাথে নিচের নির্দেশগুলি অনুসরণ করুন,
১ম ধাপ:
টার্মিনাল চালু করুন (Ctrl+Alt+T)
২য় ধাপ:
sudo apt-get install ibus-m17n m17n-db m17n-contrib ibus-gtk টাইপ করুন এবং এন্টার-কী চাপুন।
পাসওয়ার্ড দিতে বলবে, পাসওয়ার্ড দিন এবং ইন্সটল হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
৩য় ধাপ:
ইন্সটলেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকলে টার্মিনালে লিখুন ibus-daemon -xdr এবং এন্টার-কী চাপুন।
৪র্থ ধাপ:
×উবুন্টুর জন্য:
এখন কী-বোর্ড লেআউটে গিয়ে ibus লিখে search দিন আর সেখান থেকে Bengali (unijoy (m17n)) সিলেক্ট করুন।
×লিনাক্স মিন্টের জন্য:
Menu তে যান, ibus লিখে সার্চ দিন, ibus preferences এ যান, তারপর সেখান থেকে input method, add এ ক্লিক করুন, সেখানে Bengali লিখে সার্চ করুন, Bengali তে ক্লিক করে সেখান থেকে unijoy (m17n) সিলেক্ট করুন।
[
লিনাক্স মিন্টের আপডেট ভার্সনে বাংলা লিখার ক্ষেত্রে কেউ কেউ একটি সমস্যার সম্মুখীন হচ্ছেন তা হল ibus দিয়ে বাংলা লিখলেও ইংলিশ অক্ষর উঠছে। এ সমস্যা থেকে মুক্তি পেতে হলে আপনাকে আরো কয়েকটি টুলস্ ইন্সটল করে নিতে হবে ।
(১) ibus-clutter
(২) ibus-gtk
(৩) ibus-gtk3
(৪) ibus-qt4
এগুলি আপনি সফ্টয়্যার ম্যানেজার (Software Manager) অথবা সাইন্যাপ্টিক প্যাকেজ ম্যানেজার (Synaptic Pakage Manager) এ সার্চ দিলেই পাবেন।
এগুলি ইন্সটল করার পর কম্পিউটারটি রিবুট(রি-স্টার্ট) করুন।
এবং টার্মিনালে লিখুন ibus-daemon -xdr তারপর Enter চাপুন।
]
ব্যাস! কাজ সম্পন্ন হল । এখন মনের সুখে মায়ের ভাষায় লিখুন ।
ও.......আর একটি কথা, কী-বোর্ড লেআউট পরিবর্তন করার জন্য Super/Win key+space চাপুন, কাজ না হলে ২-৩ সেকেন্ড ধরে থাকুন।
আর অবশ্যই শেয়ার অথবা কপি-পেষ্টের মাধ্যমে আপনার বন্ধুদের সাহায্য করতে ভুলবেন না।
আরো দেখুন,
No comments:
Post a Comment