Sunday, July 23, 2017

উইন্ডোজ আর গনু+লিনাক্স

আজ উইন্ডোজ আর গনু+লিনাক্স নিয়ে কিছুটা আলোচনা করবো, এ নিয়ে আর কথা বলব না বলেই ঠিক করেছি, তাই এটি সম্ভবত এই বিষয় নিয়ে আমার শেষ পোস্ট।

অধিকাংশ নতুন লিনাক্স ব্যবহারকারীদের মত আমিও একটি কাজ প্রায়ই করেছি, শুধু উইন্ডোজের কটুক্তি করা।
যে সব বিষয়ে ওগুলি করেছি বা কেউ করে, তথ্যগুলি ভুল থাকে না, ভুল থাকে চেতনায়।
উইন্ডোজ অবশ্যই অত্যন্ত বন্ধুসুলভ এবং ভাল গ্রাফিক্সের অপারেটিং সিস্টেম। এ বিষয়ে সারা দুনিয়া একমত, কারণ এটাই সত্য। আমি সত্য ভালবাসি, তাই আমিও একমত। গেমস খেলায় ভাল অনুভুতি পেতে হলে উইন্ডোজ ব্যবহারের বিকল্প এখনো নেই। আর আমাদের নিত্য প্রয়োজনীয় প্রায় সকল সফ্টয়্যারই উইন্ডোজে পাওয়া যায়। এমনকি গনু প্রজেক্টের প্রায় সকল অ্যাপ্লিকেশন (সফ্টয়্যার) এর উইন্ডোজ ভার্সন রয়েছে।
-----------------------------------------------------------
হ্যাঁ, তবে প্রশ্ন হল, "সবই যদি ওখানেই পাওয়া যায় তবে (উইন্ডোজ) ব্যবহার করতে দোষ কি?"
=> এখানে দোষের কিছু নেই।
----------------------------------------------------------
তাহলে গনু+লিনাক্স কেন ব্যবহার করবো?
=>
১। আপনি যদি আপনার কম্পিউটারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের কাছে রাখতে চান,
২। যদি অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে বা কিভাবে লেখা হয়েছে দেখতে চান বা জানতে চান,
৩। যদি সফ্টয়্যারকে নিজের মত করে ব্যবহার করতে চান,
৪। যদি অযথা টাকা খরচ করে ভাইরাস/অ্যান্টিভাইরাস খেলা না খেলতে চান,
৫। যদি টাকা দিয়ে ভিপিএন না কিনে সর্বোচ্চো নিরাপত্তা চান,
৬। যদি ড্রাইভার ইন্সটলেশনের ঝামেলা থেকে দূরে থাকতে চান ,
৭। যদি সফ্টয়্যয়ার কোম্পানীর দাসত্ব না করতে চান,
তাহলে গনু+লিনাক্স আপনার জন্যই।

এছাড়াও যে কোন গনু+লিনাক্স ডিস্ট্রো উইন্ডোজের তুলনায় অনেক কম জায়গা ব্যবহার করে [(এর কারণ হল শেয়ারিং পদ্ধতি (শেষের দিকে আলোচনা করা হবে)]
-------------------------------------------------------------
যেহেতু বাংলাভাষী ভাই-বোনদের কথা ভেবে লিখি, তাই আরো কিছু তথ্য দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি,
আমাদের দেশে গ্রাম-গঞ্জ থেকে শুরু করে বড় শহর পর্যন্ত যারা উইন্ডোজ ব্যবহার করেন, তাঁদের অধিকাংশ এটাকে সম্পূর্ণ বিনামূল্য ভেবেই করেন। আর জানেনও না যে অপারেটিং সিস্টেম কি? এটা অবশ্য তাঁদের দোষ নয়, দোষটা আমাদের, শিক্ষিত সমাজের। যারা শুধু জ্ঞান প্রচারের চেয়ে জ্ঞান বিক্রি কে বেশি প্রাধান্য দিই। নিজেদের স্বল্প স্বার্থের জন্য দেশের বৃহৎ স্বার্থকে ধ্বংস করা উচিৎ নয়। আবার আসবো এ বিষয়ে, তার আগে আর একটি বিষয় সামনে আনা জরুরী, তা হল সফ্টয়্যার "ক্র্যাক (crack)" করে চালানো, এক্ষেত্রে অধিকাংশ মানুষ জানেও না যে সে আসলে কি করছে, এটা ভাল না খারাপ, নিরাপদ নাকি অনিরাপদ.......অবশ্যই খারাপ এবং অনিরাপদ। এভাবে আপনার তথ্য বেহাত হবার আশঙ্কা থেকেই যায়।
আগের প্রসঙ্গে আসা যাক, প্রত্যেক নাগরিকই দেশের অংশ, আর আপনার তথ্য অন্য দেশের হাতে যাওয়া মানে হল দেশের তথ্য পাচার হওয়া, অন্তত এই সুযোগটা কাওকে দেয়া উচিৎ নয়। নিজেকে এবং নিজের দেশকে ভালবাসতেই হবে কারণ এটাই আপনার পরিচয় ।
.
এজন্য মুক্ত সোর্সের(open source) সফ্টয়্যার ব্যবহার করাই যথার্থ।
-------------------------------------------------------------------
গনু+লিনাক্সের প্রোগামগুলি তাদের লাইব্রেরী ফাইল নিজেদের মাঝে শেয়ার করে ব্যবহার করে, যেমন ধরুণ VLC প্লেয়ার চালাতে যেসব কোডেক(Codec : A codec is a device or computer program for encoding or decoding a digital data stream or signal) ব্যবহার করে SMPlayer ও সেই কোডেকেই চলে, এক্ষেত্রে উইন্ডোজ হলে একই কোডেক দুইবার ইন্সটল হবে, কিন্তু লিনাক্সে তা একবার ইন্সটল হবে আর তারা সেগুলি নিজেদের মাঝে শেয়ার(share) করে ব্যবহার করবে। এ কারণে বেশ কম জায়গাতেই লিনাক্স নির্ভর অপারেটিং সিস্টেম বেশ সাবলীল ভাবেই চলে।
-----------------------------------------------------------------
আপনি যখন গনু+লিনাক্স অপারেটিং সিস্টেম ইন্সটল করবেন তখন তা প্রয়োজনীয় ড্রাইভারগুলিও ইন্সটল করে নেবে। তাই ড্রাইভার দেওয়া নিয়ে দুশ্চিন্তা করতে হবেনা।
---------------------------------------------------------------
উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যা যা রয়েছে, গনু+লিনাক্সেও সেগুলি আছে, তাই অযথা কেন উইন্ডোজ চালাবেন?







কোন রকমের আত্মপ্রচার বা লাভের জন্য কিছু নয়, তাই আমার পরিশ্রম যদি সামান্য হলেও আপনার কাজে লাগে, সেটাই আমার বড় পাওয়া।

গনু/লিনাক্সের প্রয়োজনে আমার লেখাগুলি কপি/পেস্ট করতে পারেন।


আরো দেখুন,


কেন শিক্ষা-প্রতিষ্ঠানের ফ্রী-সফ্টয়্যার ব্যবহার করা উচিৎ ?--(রিচার্ড স্টলম্যান)

No comments:

Post a Comment

Simple Screen Recorder এবং ফেসবুকে স্ক্রিন শেয়ারিং এর Black Screen সমস্যার সমাধান

 লিনাক্স নির্ভর অপারেটিং সিস্টেমে GNOME Interface ব্যবহারকারীদের কেউ কেউ ফেসবুকের ভিডিও কলে স্ক্রিন শেয়ারিং অপশনে কিংবা সিম্পল স্ক্রিন রেকর্...