Sunday, March 26, 2017

লিনাক্স মিন্ট ইন্সটলের পর যা যা করা জরুরী




উবুন্টু আর লিনাক্স মিন্ট, প্রায় একই হলেও বেশ পার্থক্য, তবে সেগুলি নিয়ে আলোচনায় যাব না। আপনি যদি লিনাক্স মিন্ট এ নতুন হন (তেমন কোন ধারণা না থাকে) তবে কিছু বিষয় অনুসরণ করা জরুরী নতুবা বেশ কিছু সমস্যায় পড়তে পারেন। ধারাবাহিক ভাবে বলার চেষ্টা করছিঃ
১। টার্মিনালে যান ( ctrl+alt+T )
২। লিখুন, sudo su
৩। apt update
৪। apt upgrade
৫। apt-get update
৬। apt-get upgrade

আপগ্রেড করার সময় যা যা চাইবে সেখানে Y লিখে এন্টার কী চাপবেন।

৭। sudo apt install g++
লিনাক্স মিন্টে সি(C) প্রোগ্রাম রান করানোর জন্য এটা প্রয়োজন, তা না হলে কম্পাইলার ইরর দেখাতে পারে।


×××××××××××××××××××××××××××××××××××××××××××××××××××××××××××××××××
×××××××××××××××××××××××××××××××××××××××××××××××××××××××××××××××××


গনু/লিনাক্স অলাভজনক কমিউনিটি নির্ভর সেবা, তাই আপনি সমস্যায় পড়লে যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করুন, আর আপনি কিছু জেনে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করুন। 



আরো দেখুন,


কেন শিক্ষা-প্রতিষ্ঠানের ফ্রী-সফ্টয়্যার ব্যবহার করা উচিৎ ?--(রিচার্ড স্টলম্যান)

4 comments:

  1. Linux mint bar bar freeze hoi kno ? Er ki kono solution ase ?

    ReplyDelete
    Replies
    1. আপনার ল্যাপটপের র্যাম আর কোর কত?

      Delete
  2. Linux Mint অনেক চার্জ খায় এই চার্জ খাওয়া কিভাবে কমাব?
    আর লিনাক্স মিন্টে আমার ল্যাপ্টপের টাচপ্যাড কাজ করে না। কি করতে পারি?

    ReplyDelete
    Replies
    1. ব্রাইটনেস কমিয়ে দেখতে পারেন। আমার ল্যাপটপ তো ৪-৫ ঘন্টা চলে।
      টাচপ্যাড এর ক্ষেত্রে আপনাকে BIOS (Basic Input Output System) এ গিয়ে ঠিক করতে হবে; আমার ল্যাপটপে অন হবার সময় f8 চাপলে ওই মেন্যু আসে। সেখানে গেলে touchpad /keyboard এই টাইপের অপশন দেখতে পাবেন, ওটা advance থেকে basic করে দেবেন, আশা করি সমাধান হবে।

      Delete

Simple Screen Recorder এবং ফেসবুকে স্ক্রিন শেয়ারিং এর Black Screen সমস্যার সমাধান

 লিনাক্স নির্ভর অপারেটিং সিস্টেমে GNOME Interface ব্যবহারকারীদের কেউ কেউ ফেসবুকের ভিডিও কলে স্ক্রিন শেয়ারিং অপশনে কিংবা সিম্পল স্ক্রিন রেকর্...