পর্ব-১
গনু/লিনাক্স যারা ব্যবহার করেন তারা অবশ্যই জানেন লিনাক্সের 'কমান্ড লাইন' অনেক বেশি শক্তিশালী আর দ্রততার সাথে এখানে সব কাজই করা যায়, গনু/লিনাক্স চালাতে যে 'কমান্ড লাইন' শিখতেই হবে এমন নয় তবে শিখে রাখা ভাল। কী-বোর্ডে Ctrl+Alt+T চাপলেই টার্মিনাল চলে আসবে।
ভাল কিছু শিখতে সামান্য পরিশ্রম করতেই হবে, তাই লিনাক্স কমান্ড শিখতে চাইলে কিছুটা সময় দিতেই হবে। যদি এ ধরণের মানসিকতা না থাকে তাহলে এ পোস্ট আপনার জন্য নয়। কমান্ডগুলি মনযোগ দিয়ে চর্চা করুন আর কোন কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট/মেসেজ করে জানাবেন।
লিনাক্স Case Sensitive তার মানে হল এটা ছোট হাতের আর বড় হাতের লেখায় পার্থক্য করে। আরো সহজ ভাবে বললে, date আর Date লিনাক্সের কাছে দুইটি আলাদা শব্দ।
date =তারিখ দেখাবে।
cal = ক্যালেন্ডার আসবে।
df = ডিস্ক ড্রাইভার দেখাবে। কতটুকু খালি আছে আর কতটুকু ব্যবহার করা হয়েছে।
free = কতটুকু মেমরি(র্যাম) আছে আর কতটুকু খালি আছে তা দেখাবে।
exit = টার্মিনাল বন্ধ হবে।
pwd =(print working directory) এই কমান্ড দেখাবে আপনি কোন ডাইরেক্টরি(folder) তে আছেন।
cd = হোম ডাইরেক্টরি তে যাবে।
cd - = যে ডাইরেক্টরিতে আছে তার আগের ডাইরেক্টরিতে যাবে।
ls = (list) আপনি যে ডাইরেক্টরি তে আছেন তার মধ্যে থাকা ফাইল/ডাইরেক্টরি গুলিকে দেখাবে।
ls -l = (list line) আপনি যে ডাইরেক্টরি তে আছেন তার মধ্যে থাকা ফাইলগুলিকে তালিকা আকারে দেখাবে।
ls -a = ডাইরেক্টরির সকল ফাইলের তালিকা দেখাবে(Hidden ফাইল সহ)।
ls -d = শুধু ডাইরেক্টরি দেখাবে।
ls -r = বিপরীত ভাবে তালিকা করবে।
ls -s = সাইজ অনুসারে সাজাবে।
ls -t = টাইম(সময়) অনুসারে সাজাবে।
file <কোন ডাইরেক্টরি বা ফাইলের নাম> = কোন প্রকৃতির তা দেখাবে।
less অথবা cat <ফাইলের নাম> = ফাইলের ভেতরে কি আছে তা দেখাবে।
mkdir gnu = (mkdir = make directory) “gnu” নামে একটি ডাইরেক্টরি তৈরি হবে।
rm -r gnu = (rm = remove ) “gnu” ডাইরেক্টরিটি মুছে যাবে।
*ভুল-ভ্রান্তি হতেই পারে, তেমন চোখে পড়লে জানাবেন।
আজ থেকে টিউটোরিয়ালটি শুরু হল। আশা করি নিষ্ঠার সাথে কাজটি করে যেতে পারবো।
আপনাদের গনু/লিনাক্স বিষয়ে যেকোন পরামর্শ আমাকে অনুপ্রাণিত করবে।
Reference Book: The Linux Command Line
Writer: William Shotts Jr.
Third Internet Edition
ভাল কিছু শিখতে সামান্য পরিশ্রম করতেই হবে, তাই লিনাক্স কমান্ড শিখতে চাইলে কিছুটা সময় দিতেই হবে। যদি এ ধরণের মানসিকতা না থাকে তাহলে এ পোস্ট আপনার জন্য নয়। কমান্ডগুলি মনযোগ দিয়ে চর্চা করুন আর কোন কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট/মেসেজ করে জানাবেন।
লিনাক্স Case Sensitive তার মানে হল এটা ছোট হাতের আর বড় হাতের লেখায় পার্থক্য করে। আরো সহজ ভাবে বললে, date আর Date লিনাক্সের কাছে দুইটি আলাদা শব্দ।
date =তারিখ দেখাবে।
cal = ক্যালেন্ডার আসবে।
df = ডিস্ক ড্রাইভার দেখাবে। কতটুকু খালি আছে আর কতটুকু ব্যবহার করা হয়েছে।
free = কতটুকু মেমরি(র্যাম) আছে আর কতটুকু খালি আছে তা দেখাবে।
exit = টার্মিনাল বন্ধ হবে।
pwd =(print working directory) এই কমান্ড দেখাবে আপনি কোন ডাইরেক্টরি(folder) তে আছেন।
cd = হোম ডাইরেক্টরি তে যাবে।
cd - = যে ডাইরেক্টরিতে আছে তার আগের ডাইরেক্টরিতে যাবে।
ls = (list) আপনি যে ডাইরেক্টরি তে আছেন তার মধ্যে থাকা ফাইল/ডাইরেক্টরি গুলিকে দেখাবে।
ls -l = (list line) আপনি যে ডাইরেক্টরি তে আছেন তার মধ্যে থাকা ফাইলগুলিকে তালিকা আকারে দেখাবে।
ls -a = ডাইরেক্টরির সকল ফাইলের তালিকা দেখাবে(Hidden ফাইল সহ)।
ls -d = শুধু ডাইরেক্টরি দেখাবে।
ls -r = বিপরীত ভাবে তালিকা করবে।
ls -s = সাইজ অনুসারে সাজাবে।
ls -t = টাইম(সময়) অনুসারে সাজাবে।
file <কোন ডাইরেক্টরি বা ফাইলের নাম> = কোন প্রকৃতির তা দেখাবে।
less অথবা cat <ফাইলের নাম> = ফাইলের ভেতরে কি আছে তা দেখাবে।
mkdir gnu = (mkdir = make directory) “gnu” নামে একটি ডাইরেক্টরি তৈরি হবে।
rm -r gnu = (rm = remove ) “gnu” ডাইরেক্টরিটি মুছে যাবে।
*ভুল-ভ্রান্তি হতেই পারে, তেমন চোখে পড়লে জানাবেন।
আজ থেকে টিউটোরিয়ালটি শুরু হল। আশা করি নিষ্ঠার সাথে কাজটি করে যেতে পারবো।
আপনাদের গনু/লিনাক্স বিষয়ে যেকোন পরামর্শ আমাকে অনুপ্রাণিত করবে।
Reference Book: The Linux Command Line
Writer: William Shotts Jr.
Third Internet Edition
আরো দেখুন,
No comments:
Post a Comment