কেউ লিনাক্স চালায় (আসলে গনু/লিনাক্স) এমনটা শুনলেই অনেকে ভেবে নেন যে সে একজন হ্যাকার, আর খুব ভাল প্রোগ্রামার। এ কথা সত্য হলেও হতে পারে, তবে গনু/লিনাক্স চালাতে প্রোগ্রামিং জানতে হয়, এটা সত্য নয়, কিন্তু প্রোগ্রামারদের জন্য গনু লিনাক্স এক বিশেষ উপহার।
অধিকাংশ লোকের (আমার অল্প অভিজ্ঞতার আলোকে) মধ্যে যে ভুল ধারণা,তা হল "লিনাক্স মানেই কমান্ড দিয়ে কাজ করতে হয়! আর কমান্ড জিনিসটা অনেক কঠিন!!”, আমি এর সাথেও একমত হতে পারলাম না। কেননা, প্রথমত, লিনাক্স মানেই কমান্ড দিয়ে কাজ করা নয়। উইন্ডোজে যে রকম, লিনাক্সেও ঠিক তেমনই। তবে "কমান্ড লাইন”, লিনাক্স নির্ভর অপারেটিং সিস্টেমের একটি বিশেষ "ফিচার”, যে কাজ করতে আপনাকে কয়েকটা সফ্টয়্যার ব্যবহার করতে হচ্ছে , সেই কাজ করতে হয়তো এক লাইনের একটি "কমান্ড” হলেই হয়!
লিনাক্স আসলে কোন অপারেটিং সিস্টেম নয়, অপারেটিং সিস্টেমের কার্নেল। যে সব অপারেটিং সিস্টেমকে আমরা ঢালাও ভাবে লিনাক্স বলি সেগুলি আসলে গনু অপারেটিং সিস্টেমের ডিস্টো। এজন্য এদের গনু/লিনাক্স বলাই সঠিক। মহান দার্শনিক রিচার্ড স্টলম্যানের চিন্তা থেকেই এই অপারেটিং সিস্টেমের উদ্ভব, এর সাথে জড়িয়ে আছে সেরা সেরা প্রোগ্রামারদের নিরলস শ্রম।
গনু/লিনাক্স অপারেটিং সিস্টেমের উদ্দেশ্য হল ব্যবহারকারীদের ইন্টারনেট দুনিয়ায় নিরাপত্তা এবং তাদের স্বাধীনতা নিশ্চিত করা। যেমন ধরুন ইচ্ছে করলেই আপনি উইন্ডোজের কোন সফ্টয়্যারের কোনরূপ পরিবর্তন বা পরিবর্ধন করতে পারবেন না, এসব তো দূরের কথা আপনি উইন্ডোজ সফ্টয়্যারের সোর্স কোড পর্যন্ত দেখতে পারবেন না। আপনি শুধু তা ব্যবহার করতে পারবেন, অন্ধের মত প্রস্তুুতকারকদের বিশ্বাস করে। ওই প্রোগ্রামটি আসলে কি করছে তাও আপনি জানতে পরছেন না, ধরুন আপনি কোন প্রোগ্রাম ডাউনলোড করলেন যেটা আপনার কম্পিউটারকে নিরাপত্তা দেবে, কার্যত ওটা আপনার অজান্তে আপনি যা টাইপ করছেন বা কোন সাইটে লগইন করছেন তা তার প্রস্তুতকারকের কাছে পাঠিয়ে দিচ্ছে। এমনটা হতেই পারে কেননা প্রোগ্রামটিতে কি নির্দেশনা দেওয়া আছে তা আপনি দেখতে পাচ্ছেন না। এজন্যই প্রায়ই উইন্ডোজে "ভাইরাসের আক্রমণ” কথাটি শোনা যায়।
আর গনু/লিনাক্সের মূলনীতি হল "সার্বজনীন উন্মুক্ত সোর্সকোড”, আপনি ইচ্ছে করলে তা পরিবর্তনও করতে পারবেন। এজন্যেই কেউ পরিশ্রম করে লিনাক্স নির্ভর অপারেটিং সিস্টেমের জন্য ভাইরাস প্রোগ্রাম লেখার চেষ্টা করেনা।
রমরমা ভাইরাস-অ্যান্টিভাইরাসের খেলা হল দুই দল দক্ষ প্রোগ্রামারদের। কিন্তু এতে কাদের ক্ষতি হয়??
গনু/লিনাক্সে আপনি এই সমস্যা থেকে অনেকটাই মুক্ত।
গনু/লিনাক্সের অসংখ্য ডিস্টো রয়েছে, দেবীয়ান, কালী লিনাক্স, উবুন্টু, লিনাক্স মিন্ট, উপেন স্যুস, ফেদোরা, আর্চ লিনাক্স, মানজারো লিনাক্স ইত্যাদি। আপনি ইচ্ছে করলে নিজের জন্য বানাতে এবং বিতরণ করতেও পারবেন। উইন্ডোজে যা আপনার কল্পনারও অতীত!
একটি গুরুত্বপূর্ণ কথা বলতেই ভুলে গেছি! গনু/লিনাক্স সম্পূর্ণ "বিনামূল্যে” পাবেন, আপনার টাকা থাকলে কিছু অনুদান দিতে পারেন, কিন্তু টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হবে না।
লিনাক্সের টাকা দিয়ে কিনতে হয় এমন ডিস্ট্রোও রয়েছে যেমন "রেড হ্যাট লিনাক্স”।
রমরমা ভাইরাস-অ্যান্টিভাইরাসের খেলা হল দুই দল দক্ষ প্রোগ্রামারদের। কিন্তু এতে কাদের ক্ষতি হয়??
গনু/লিনাক্সে আপনি এই সমস্যা থেকে অনেকটাই মুক্ত।
গনু/লিনাক্সের অসংখ্য ডিস্টো রয়েছে, দেবীয়ান, কালী লিনাক্স, উবুন্টু, লিনাক্স মিন্ট, উপেন স্যুস, ফেদোরা, আর্চ লিনাক্স, মানজারো লিনাক্স ইত্যাদি। আপনি ইচ্ছে করলে নিজের জন্য বানাতে এবং বিতরণ করতেও পারবেন। উইন্ডোজে যা আপনার কল্পনারও অতীত!
একটি গুরুত্বপূর্ণ কথা বলতেই ভুলে গেছি! গনু/লিনাক্স সম্পূর্ণ "বিনামূল্যে” পাবেন, আপনার টাকা থাকলে কিছু অনুদান দিতে পারেন, কিন্তু টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হবে না।
লিনাক্সের টাকা দিয়ে কিনতে হয় এমন ডিস্ট্রোও রয়েছে যেমন "রেড হ্যাট লিনাক্স”।