Saturday, October 28, 2017

যেভাবে লগইন করা ওয়াইফাই পাসওয়ার্ড দেখবেন (গনু/লিনাক্স ব্যবহারকারীদের জন্য)

লগইন করা ওয়াই-ফাই পাসওয়ার্ড দেখতে আপনাকে মোট ৬টি ক্লিক করতে হবে। প্রথম ক্লিকটি মাউসের ডান বোতামে আর বাকি ৫টি বাম বোতামে 😀, ধাপে ধাপে দেখা যাক!

প্রথম ধাপ: স্ক্রিনে দেখানো ওয়াইফাই চিহ্নের উপর কার্সর নিয়ে যান, মাউসের ডান বোতামে ক্লিক করুন এবং সেখান থেকে Edit Connection অপশনে ক্লিক করুন।


দ্বিতীয় ধাপ: আপনার ওয়াইফাই নেটওয়ার্ক চিহ্নিত করুন এবং নিচের দিকে সেটিংসের মত চিহ্নে (Edit the selected Connection) এ ক্লিক করুন।



তৃতীয় ধাপ: Wi-Fi Security লেখার উপর ক্লিক করুন।



চতুর্থ ধাপ: এখন Show password লেখার উপর ক্লিক করুন। আপনার লগইন করা পাসওয়ার্ড দেখাবে।



গনু/লিনাক্স ব্যবহার করুন এবং ভাইরাস মুক্ত সুরক্ষিত থাকুন। ধন্যবাদ।


আরো দেখুন,



No comments:

Post a Comment

Simple Screen Recorder এবং ফেসবুকে স্ক্রিন শেয়ারিং এর Black Screen সমস্যার সমাধান

 লিনাক্স নির্ভর অপারেটিং সিস্টেমে GNOME Interface ব্যবহারকারীদের কেউ কেউ ফেসবুকের ভিডিও কলে স্ক্রিন শেয়ারিং অপশনে কিংবা সিম্পল স্ক্রিন রেকর্...