জিপার্টেড (GParted) এর ব্যবহার
[
GParted (acronym of GNOME Partition Editor) is a GTK+ front-end to GNU Parted and an official GNOME partition-editing application (alongside Disks). GParted is used for creating, deleting, resizing, moving, checking, and copying disk partitions and their file systems. This is useful for creating space for new operating systems, reorganizing disk usage, copying data residing on hard disks, and mirroring one partition with another (disk imaging).
GParted (acronym of GNOME Partition Editor) is a GTK+ front-end to GNU Parted and an official GNOME partition-editing application (alongside Disks). GParted is used for creating, deleting, resizing, moving, checking, and copying disk partitions and their file systems. This is useful for creating space for new operating systems, reorganizing disk usage, copying data residing on hard disks, and mirroring one partition with another (disk imaging).
যে যে ফিচার সাপোর্ট করে |
]
জিপার্টেড হল গনু/লিনাক্সের পার্টিশন করার টুল।
ইন্সটল করার কমান্ড:
১. Debian Based (Ubuntu, Linux Mint) GParted = sudo apt-get install gparted
২. Fedora GParted = su -c "yum install gparted"
৩. OpenSUSE GParted = sudo zypper install gparted
source: https://gparted.org/download.php
এর অনেক রকম ব্যবহার রয়েছে, যেমন ধরুন পার্টিশন করা, পেনড্রাইভ ফরমেট করা, লেবেল ঠিক করা.....ইত্যাদি।
লিনাক্স যথেষ্ট নিরাপত্তা সচেতন, এজন্য সুপার ইউজার হিসেবে (পাসওয়ার্ড দিয়ে) এটা ব্যবহার করতে হয়।
পাসওয়ার্ড দিয়ে চালু করতে হবে |
লোকাল ড্রাইভগুলি সাধারণত /dev/sda এবং পেনড্রাইভ বা এই টাইপের ড্রাইভগুলিকে /dev/sdb দিয়ে প্রকাশ করা হয়।
জিপার্টেড (আপনারটি অন্যরকম দেখাবে) |
পেনড্রাইভ যুক্ত থাকা অবস্থায় জিপার্টেডের ডানদিকে উপরে যেখানে /dev/sda (আয়তন) ; লেখা থাকে সেখানে ক্লিক করলেই /dev/sdb (আয়তন) দেখাবে।
সেখান থেকে ওটা সিলেক্ট করবেন।
এরপর আনমাউন্ট (unmount) করে নিবেন এবং device অপশন থেকে একটি পার্টিশন টেবিল নিতে হবে, (আর থাকলে নেবার দরকার নেই), এরপর
পার্টিশন টেবিল |
Label: পেনড্রাইভটির যে নাম দিতে চান তা এখানে লিখবেন। যেমন : Flash
এরপর উপরে যে টিকচিহ্ন দেখা যাচ্ছে, ওটাই এপ্লাই বাটন। সেখানে ক্লিক করার পর আবার অনুমতি চাইবে, দেওয়ার পর কাজ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
এরপর close করে দিন।
বি.দ্র: এটা ছাড়াও পেনড্রাইভ ঠিক করার অনেক উপায় রয়েছে। ব্যাক্তিগতভাবে এটাই আমার বেশি ভালো লাগে।
No comments:
Post a Comment