Saturday, October 28, 2017

যেভাবে লগইন করা ওয়াইফাই পাসওয়ার্ড দেখবেন (গনু/লিনাক্স ব্যবহারকারীদের জন্য)

লগইন করা ওয়াই-ফাই পাসওয়ার্ড দেখতে আপনাকে মোট ৬টি ক্লিক করতে হবে। প্রথম ক্লিকটি মাউসের ডান বোতামে আর বাকি ৫টি বাম বোতামে 😀, ধাপে ধাপে দেখা যাক!

প্রথম ধাপ: স্ক্রিনে দেখানো ওয়াইফাই চিহ্নের উপর কার্সর নিয়ে যান, মাউসের ডান বোতামে ক্লিক করুন এবং সেখান থেকে Edit Connection অপশনে ক্লিক করুন।


দ্বিতীয় ধাপ: আপনার ওয়াইফাই নেটওয়ার্ক চিহ্নিত করুন এবং নিচের দিকে সেটিংসের মত চিহ্নে (Edit the selected Connection) এ ক্লিক করুন।



তৃতীয় ধাপ: Wi-Fi Security লেখার উপর ক্লিক করুন।



চতুর্থ ধাপ: এখন Show password লেখার উপর ক্লিক করুন। আপনার লগইন করা পাসওয়ার্ড দেখাবে।



গনু/লিনাক্স ব্যবহার করুন এবং ভাইরাস মুক্ত সুরক্ষিত থাকুন। ধন্যবাদ।


আরো দেখুন,



Tuesday, October 24, 2017

জিপার্টেড (GParted) এবং এর ব্যবহার (পার্টিশন করা, পেনড্রাইভ ফরমেট করা/ তৈরি করা)

জিপার্টেড (GParted) এর ব্যবহার
[
GParted (acronym of GNOME Partition Editor) is a GTK+ front-end to GNU Parted and an official GNOME partition-editing application (alongside Disks). GParted is used for creating, deleting, resizing, moving, checking, and copying disk partitions and their file systems. This is useful for creating space for new operating systems, reorganizing disk usage, copying data residing on hard disks, and mirroring one partition with another (disk imaging).
যে যে ফিচার সাপোর্ট করে
]



জিপার্টেড হল গনু/লিনাক্সের পার্টিশন করার টুল।

ইন্সটল করার কমান্ড:
১. Debian Based (Ubuntu, Linux Mint) GParted = sudo apt-get install gparted
২. Fedora GParted = su -c "yum install gparted"
৩. OpenSUSE GParted = sudo zypper install gparted

source: https://gparted.org/download.php


এর অনেক রকম ব্যবহার রয়েছে, যেমন ধরুন পার্টিশন করা, পেনড্রাইভ ফরমেট করা, লেবেল ঠিক করা.....ইত্যাদি।

লিনাক্স যথেষ্ট নিরাপত্তা সচেতন, এজন্য সুপার ইউজার হিসেবে (পাসওয়ার্ড দিয়ে) এটা ব্যবহার করতে হয়।



পাসওয়ার্ড দিয়ে চালু করতে হবে

লোকাল ড্রাইভগুলি সাধারণত /dev/sda এবং পেনড্রাইভ বা এই টাইপের ড্রাইভগুলিকে /dev/sdb দিয়ে প্রকাশ করা হয়।
জিপার্টেড (আপনারটি অন্যরকম দেখাবে)

পেনড্রাইভ যুক্ত থাকা অবস্থায় জিপার্টেডের ডানদিকে উপরে যেখানে /dev/sda (আয়তন) ; লেখা থাকে সেখানে ক্লিক করলেই /dev/sdb (আয়তন) দেখাবে।

সেখান থেকে ওটা সিলেক্ট করবেন।
এরপর আনমাউন্ট (unmount) করে নিবেন এবং device অপশন থেকে একটি পার্টিশন টেবিল নিতে হবে, (আর থাকলে নেবার দরকার নেই), এরপর
পার্টিশন টেবিল
File System: এ সিলেক্ট করবেন ntfs (ডিফল্ট ভাবে ext4 দেয়া থাকে, ext4 সিলেক্ট করলে শুধু লিনাক্স ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন।)
Label: পেনড্রাইভটির যে নাম দিতে চান তা এখানে লিখবেন। যেমন : Flash

এরপর উপরে যে টিকচিহ্ন দেখা যাচ্ছে, ওটাই এপ্লাই বাটন। সেখানে ক্লিক করার পর আবার অনুমতি চাইবে, দেওয়ার পর কাজ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
এরপর close করে দিন।

বি.দ্র: এটা ছাড়াও পেনড্রাইভ ঠিক করার অনেক উপায় রয়েছে। ব্যাক্তিগতভাবে এটাই আমার বেশি ভালো লাগে।



Sunday, October 22, 2017

ডিডি কমান্ড (dd command) দিয়ে পেনড্রাইভ বার্ন/বুট করতে যা করতে হবে

dd কমান্ড, লিনাক্সের অন্যতম বহুল প্রচলিত কমান্ড এটি , আজ এটা নিয়েই কিছু আলোচনা করা যাক!

dd = Data Duplicator (তথ্যের অনুলিপি তৈরিকারী), সাধারণত .iso ফাইল/image কে বার্ন করার জন্য এ কমান্ড ব্যবহৃত হয়।
.iso ফাইলকে পেনড্রাইভ বা ডিভিডি ডিস্কে বার্ন করে Bootable (বুট হবার উপযোগী) করা হয়।

কমান্ড : dd if=<source_file_neme> of=<target_file_neme> bs = <size>

 dd = Data Duplicator
 if = Input File
 of = Output File
 bs = Block Size

এখন একটি উদাহরণ দেওয়া যাক, হয়তো ব্যাপারটি আরো ভালো ভাবে বোঝা যাবে।
ধরে নেওয়া যাক, আপনার কম্পিউটারের Downloads ডাইরেক্টরিতে
ubuntu-17.10-desktop-amd64.iso ফাইলটি রয়েছে।
এখন এই ফাইলটিকে আপনি আপনার পেনড্রাইভে বার্ন/বুট করতে চাচ্ছেন, কি কি করতে হবে? ধাপে ধাপে এগুনো যাক!

(১) পেনড্রাইভ বা ডিভিডি ডিস্ক কম্পিউটারে যুক্ত করুন।
(২) টার্মিনাল চালু করুন। (Ctrl+Alt+T)
(৩) সেখানে লিখুন sudo fdisk -l সেখানে লক্ষ্য করুন ।
নিচের দিকে এই টাইপের লেখা দেখতে পাবেন।

Disk /dev/sdb: 14.5 GiB, 15518924800 bytes, 30310400 sectors
Units: sectors of 1 * 512 = 512 bytes
Sector size (logical/physical): 512 bytes / 512 bytes
I/O size (minimum/optimal): 512 bytes / 512 bytes
Disklabel type: dos
Disk identifier: 0x0cf771fd

Device     Boot Start      End  Sectors  Size Id Type
/dev/sdb        2048 30310399 30308352 14.5G  7 HPFS/NTFS/exFAT

(৪) এখন টার্মিনালে যান আর লিখুন, cd ~/Downloads  ; এই কমান্ডে আপনি Downloads ডাইরেক্টরি তে যাবেন।
(৫) এখন কমান্ড দিন ls , এর ফলে Downloads ডাইরেক্টরি তে যা যা ফাইল রয়েছে সেগুলি দেখাবে। সেখানে ubuntu-17.10-desktop-amd64.iso ফাইলটিও খুঁজে পাবেন।

(৬) এখন কমান্ড লিখুন :
sudo dd if=ubuntu-17.10-desktop-amd64.iso of=/dev/sdb bs=512k

পাসওয়ার্ড দিন এবং অপেক্ষা করুন। ২-৩ মিনিট অথবা ৫-১০ মিনিট সময় লাগতে পারে, এটা নির্ভর করবে আপনার পেনড্রাইভের ক্লাসের উপর।

আপনার পেনড্রইভটি বুট হয়ে গেছে।
এখন লক্ষ্য করুন,
(1) আমি ইনপুট ফাইলের (if=) জায়গায় কিছুই লিখি নি, এর কারণ হচ্ছে "আমার কাঙ্খিত ফাইলটি Downloads এ রয়েছে, আর আমিও সেখানে রয়েছি। "

(2) আউটপুট ফাইলের (of=) জায়গায় লিখেছি /dev/sdb এর কারণ সোখানে আমার পেনড্রাইভের device location হল /dev/sdb

(3) আমি ব্লক সাইজ bs=512k দিয়েছি, এটা দিয়েছি সেক্টর সাইজের উপর ভিত্তি করে, আপনার সেক্টর সাইজ 1 * 1024 bytes হলে আপনি bs=1024k অথবা bs=1M অথবা bs=2M দিতে পারেন আর bs অপশনটি ব্যবহার না করলে নিজে থেকেই 512 bytes নিয়ে নেবে। এটা নিয়ে চিন্তার কিছু নেই।


(কিভাবে পেনড্রাইভকে আগের অবস্থায় ফিরিয়ে আনবেন পরবর্তী পোস্টে তা নিয়ে আলোচনা করা হবে । )

পরবর্তী অংশ : 


Simple Screen Recorder এবং ফেসবুকে স্ক্রিন শেয়ারিং এর Black Screen সমস্যার সমাধান

 লিনাক্স নির্ভর অপারেটিং সিস্টেমে GNOME Interface ব্যবহারকারীদের কেউ কেউ ফেসবুকের ভিডিও কলে স্ক্রিন শেয়ারিং অপশনে কিংবা সিম্পল স্ক্রিন রেকর্...