পর্ব: ৬
কমান্ড লাইন যারা শেখার চেষ্টা করছেন, অবশ্যই ভালো উদ্দ্যোগ, অন্তত অপ্রয়োজনীয় নয়। আর যারা শিখছেন না, তাদেরও সমস্যা নেই! মনের সুখে গ্রাফিক্যালি চালাবেন।
গতদিন যে তুরুপের তাস(Wildcard) নিয়ে আলোচনা করেছিলাম তার সব কাজ ফাইল ম্যানেজারেও করা যায়।
Nautilus, Nemo, Caja, Dolphin ইত্যাদি গনুলিনাক্সের ডিফল্ট ফাইল ম্যানেজার।
কমান্ড (Command) আসলে কি? আগে এটা জেনে নেওয়া প্রয়োজন। বুঝতেই পারছেন, ধীরে ধীরে আমরা লিনাক্সের গভীরে যাওয়ার চেষ্টা করছি, গুরুত্বপূর্ণ বিষয় মোটেই এড়িয়ে যাওয়া যাবে না।
কমান্ড (command) ইংরেজি শব্দ, বাংলা অর্থ হল "নির্দেশ দেওয়া", এটা সবারই জানা । কমান্ড লাইনে বা টার্মিনালে আমরা যা লিখি তার অর্থও সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ আমরা সেখানে নির্দেশ ই দেই।
লিনাক্সে কমান্ড চার রকমের হতে পারে।
১। এক্সিবিউটেবল প্রোগ্রাম (executable program)। (/usr/bin এ আমরা যা দেখি তার সবই আসলে এক্সিকিউটেবল প্রোগ্রাম)
২। সেলের নিজস্ব প্রোগ্রাম (command built into the shell itself) [(bash= GNU Bourne-Again SHell) BASH এর নিজস্ব কিছু প্রোগ্রাম রয়েছে, cd কমান্ড এই ধরণের প্রোগ্রাম]
৩। সেলের ফাংশন (shell function)
৪। এলিয়াস (alias) দিয়ে আমরা নিজেদের মত কমান্ড তৈরি করতে পারি।
আপাতত এতটুক জানা থাকলেই হবে। পরে আস্তে আস্তে আমরা আরো বিশদ জানবো।
আজ আমরা কমান্ড নিয়ে কাজ করবো, লিনাক্সের রহস্যময় কমান্ড! আগে অর্থগুলি যে জেনে নেওয়া যাক,
@ type = কমান্ডের টাইপ দেখায়। সেলের নিজস্ব কমান্ড এটা, কোথা থেকে কমান্ডটি এক্সিকিউট হয় তা দেখায়।
@ which = প্রোগ্রাম যেখান থেকে চালু হয় তার পথটি (Location) দেখায়।
@ --help = সেল(Shell) থেকে তথ্য দিয়ে সাহায্য করে।
@ man = প্রোগ্রামের ম্যানুয়াল পেজ দেখায়।(এখান থেকে প্রোগ্রাম সম্পর্কিত তথ্য পাওয়া যায়)।
@ apropos = সঠিক কমান্ডটি দেখাবে। (যে প্রোগ্রাম সম্পর্কে জানতে চান)
@ whatis = কমান্ডেের সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দেবে।
@ alias = এটা দিয়ে নিজেই কমান্ড তৈরি করতে পারবেন।
এখন আপনার bash এ নিচের কমান্ডগুলি লিখুন আর কাজগুলি বোঝার চেষ্টা করুন।
type ls
which ls
ls --help
man ls
apropos floppy
whatis ls
আশাকরি আপনার ধারণা পরিষ্কার হয়েছে।
এখন আসুন alias টা বোঝার চেষ্টা করি।
type ls
লেখা উঠল, ls is aliased to `ls --color=auto'
আচ্ছা, এখন আমি লিখছি, type sam
আউটপুট পেলাম: bash: type: sam: not found
মেনে নিলাম, দেখা যাক এটাকে কিভাবে একটি কমান্ড বানানো যায়!
লিখুন, alias sam='ls'
কাজ শেষ!
এখন, type sam
কি পেলেন?
কমান্ড লাইনে এবার sam লিখে এন্টার চাপুন, বুঝতে পেরেছেন?
unalias sam লিখে sam কে কমান্ড থেকে বাদ দিতে পারবেন। অথবা কমান্ডলাইন বন্ধ করলেও এটা আবার আগের মত হয়ে যাবে।
কমান্ড লাইন যারা শেখার চেষ্টা করছেন, অবশ্যই ভালো উদ্দ্যোগ, অন্তত অপ্রয়োজনীয় নয়। আর যারা শিখছেন না, তাদেরও সমস্যা নেই! মনের সুখে গ্রাফিক্যালি চালাবেন।
গতদিন যে তুরুপের তাস(Wildcard) নিয়ে আলোচনা করেছিলাম তার সব কাজ ফাইল ম্যানেজারেও করা যায়।
Nautilus, Nemo, Caja, Dolphin ইত্যাদি গনুলিনাক্সের ডিফল্ট ফাইল ম্যানেজার।
কমান্ড (Command) আসলে কি? আগে এটা জেনে নেওয়া প্রয়োজন। বুঝতেই পারছেন, ধীরে ধীরে আমরা লিনাক্সের গভীরে যাওয়ার চেষ্টা করছি, গুরুত্বপূর্ণ বিষয় মোটেই এড়িয়ে যাওয়া যাবে না।
কমান্ড (command) ইংরেজি শব্দ, বাংলা অর্থ হল "নির্দেশ দেওয়া", এটা সবারই জানা । কমান্ড লাইনে বা টার্মিনালে আমরা যা লিখি তার অর্থও সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ আমরা সেখানে নির্দেশ ই দেই।
লিনাক্সে কমান্ড চার রকমের হতে পারে।
১। এক্সিবিউটেবল প্রোগ্রাম (executable program)। (/usr/bin এ আমরা যা দেখি তার সবই আসলে এক্সিকিউটেবল প্রোগ্রাম)
২। সেলের নিজস্ব প্রোগ্রাম (command built into the shell itself) [(bash= GNU Bourne-Again SHell) BASH এর নিজস্ব কিছু প্রোগ্রাম রয়েছে, cd কমান্ড এই ধরণের প্রোগ্রাম]
৩। সেলের ফাংশন (shell function)
৪। এলিয়াস (alias) দিয়ে আমরা নিজেদের মত কমান্ড তৈরি করতে পারি।
আপাতত এতটুক জানা থাকলেই হবে। পরে আস্তে আস্তে আমরা আরো বিশদ জানবো।
আজ আমরা কমান্ড নিয়ে কাজ করবো, লিনাক্সের রহস্যময় কমান্ড! আগে অর্থগুলি যে জেনে নেওয়া যাক,
@ type = কমান্ডের টাইপ দেখায়। সেলের নিজস্ব কমান্ড এটা, কোথা থেকে কমান্ডটি এক্সিকিউট হয় তা দেখায়।
@ which = প্রোগ্রাম যেখান থেকে চালু হয় তার পথটি (Location) দেখায়।
@ --help = সেল(Shell) থেকে তথ্য দিয়ে সাহায্য করে।
@ man = প্রোগ্রামের ম্যানুয়াল পেজ দেখায়।(এখান থেকে প্রোগ্রাম সম্পর্কিত তথ্য পাওয়া যায়)।
@ apropos = সঠিক কমান্ডটি দেখাবে। (যে প্রোগ্রাম সম্পর্কে জানতে চান)
@ whatis = কমান্ডেের সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দেবে।
@ alias = এটা দিয়ে নিজেই কমান্ড তৈরি করতে পারবেন।
এখন আপনার bash এ নিচের কমান্ডগুলি লিখুন আর কাজগুলি বোঝার চেষ্টা করুন।
type ls
which ls
ls --help
man ls
apropos floppy
whatis ls
আশাকরি আপনার ধারণা পরিষ্কার হয়েছে।
এখন আসুন alias টা বোঝার চেষ্টা করি।
type ls
লেখা উঠল, ls is aliased to `ls --color=auto'
আচ্ছা, এখন আমি লিখছি, type sam
আউটপুট পেলাম: bash: type: sam: not found
মেনে নিলাম, দেখা যাক এটাকে কিভাবে একটি কমান্ড বানানো যায়!
লিখুন, alias sam='ls'
কাজ শেষ!
এখন, type sam
কি পেলেন?
কমান্ড লাইনে এবার sam লিখে এন্টার চাপুন, বুঝতে পেরেছেন?
unalias sam লিখে sam কে কমান্ড থেকে বাদ দিতে পারবেন। অথবা কমান্ডলাইন বন্ধ করলেও এটা আবার আগের মত হয়ে যাবে।
No comments:
Post a Comment