Wednesday, September 6, 2017

গনু/লিনাক্সে বাংলা ফন্ট সমস্যা এবং সমাধান


গনু/লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রোতে একটি সাধারণ সমস্যা প্রায়ই নতুন ব্যবহারকারীদের কিছুটা বিব্রত করে। এটা হল বাংলা ফন্ট সমস্যা । আশা করি লেখাটি পড়ার পর নতুন ব্যবহারকারীদের আর এই সমস্যা থাকবে না।
মাত্র ১০-১২ সেকেন্ডের সমস্যা, আসুন ৫ ধাপে সমাধান করি।

১। বাংলা ফন্ট প্যাকেজ ডাউনলোড করুন। Bangla-fonts.tar.xz (1.5 MiB) এবং Extract করুন।
"Bangla-fonts" নামের 7.3 MiB এর একটি ডাইরেক্টরি পাবেন।

২। হোম (Home) ডাইরেক্টরিতে যান আর  Ctrl+H (কন্ট্রোল এবং এইচ একসাথে) প্রেস করুন।

৩। সেখানে .fonts (ডট ফন্টস্) নাম দিয়ে একটি ডাইরেক্টরি তৈরী করুন।

৪। এখন Extract করে পাওয়া "Bangla-fonts" নামের ডাইরেক্টরিটি .fonts (ডট ফন্টস্) এর ভেতর এনে রাখুন।

৫। sudo fc-cache -fv



[ যখন কোন ফন্টের প্রয়োজন হবে তখন ওই ফন্টটি ডাউনলোড করে .fonts ডাইরেক্টরির ভেতরে রাখবেন, সমস্যা সমাধান! ]


আরো দেখুন,

No comments:

Post a Comment

Simple Screen Recorder এবং ফেসবুকে স্ক্রিন শেয়ারিং এর Black Screen সমস্যার সমাধান

 লিনাক্স নির্ভর অপারেটিং সিস্টেমে GNOME Interface ব্যবহারকারীদের কেউ কেউ ফেসবুকের ভিডিও কলে স্ক্রিন শেয়ারিং অপশনে কিংবা সিম্পল স্ক্রিন রেকর্...