গনু/লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রোতে একটি সাধারণ সমস্যা প্রায়ই নতুন ব্যবহারকারীদের কিছুটা বিব্রত করে। এটা হল বাংলা ফন্ট সমস্যা । আশা করি লেখাটি পড়ার পর নতুন ব্যবহারকারীদের আর এই সমস্যা থাকবে না।
মাত্র ১০-১২ সেকেন্ডের সমস্যা, আসুন ৫ ধাপে সমাধান করি।
১। বাংলা ফন্ট প্যাকেজ ডাউনলোড করুন। Bangla-fonts.tar.xz (1.5 MiB) এবং Extract করুন।
"Bangla-fonts" নামের 7.3 MiB এর একটি ডাইরেক্টরি পাবেন।
২। হোম (Home) ডাইরেক্টরিতে যান আর Ctrl+H (কন্ট্রোল এবং এইচ একসাথে) প্রেস করুন।
৩। সেখানে .fonts (ডট ফন্টস্) নাম দিয়ে একটি ডাইরেক্টরি তৈরী করুন।
৪। এখন Extract করে পাওয়া "Bangla-fonts" নামের ডাইরেক্টরিটি .fonts (ডট ফন্টস্) এর ভেতর এনে রাখুন।
৫। sudo fc-cache -fv
[ যখন কোন ফন্টের প্রয়োজন হবে তখন ওই ফন্টটি ডাউনলোড করে .fonts ডাইরেক্টরির ভেতরে রাখবেন, সমস্যা সমাধান! ]
আরো দেখুন,
No comments:
Post a Comment