PCI BUS ERROR
অধিকাংশ আসুস(ASUS) কিংবা যেসব ল্যাপটপ বিশেষ ভাবে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারের জন্য তৈরী সেগুলোতে লিনাক্স ইন্সটলের সময় এবং ইনস্টল করার পর pci bus error বা pcie bus error মেসেজ পাওয়া যায়। এর ফলে পিসি হ্যাং করে, পারফর্মেন্স বেশ স্লো হয়ে যায়, আর অনেক সময় চালুই হয় না। লিনাক্স কার্নেলের এই মেসেজ অপশনটি বন্ধ না করলে সমস্যা সমাধান হয় না।
সমস্যা সমাধানে করণীয়
১. ইনস্টলেশনের সময়:
নতুন অপারেটিং সিস্টেম ইন্সলের সময় বুট অপশনটি এডিট করে নিবেন। বুট মেনু আসার পর সেখানে লেখা থাকে কোনটি চেপে এটিট করতে হবে। কোন কোন ক্ষেত্রে ট্যাব বাটন (TAB) আবার কোন কোন ক্ষেত্রে ই (E) চাপতে বলে। যেটা বলে সেটা চাপবেন। আর সেখানের quiet splash ইত্যাদি লেখার লাইনটিটে আপনি যোগ করে দিন pci=nomsi অথবা pci_aspm=off দুটোর যেকোন একটা যোগ করলে আপনি অপারেটিং সিস্টেমটি সুন্দরভাবে ইনস্টল করতে পারবেন। আর ইনস্টল করবেন ইন্টারনেট কানেকশন ছাড়া এবং থার্ডপার্টি সফটওয়্যার/কোডেক ইত্যাদি ইনস্টল না করে। এগুলো ইনস্টল করলে ঝামেলা আরো বেড়ে যায়। পরবর্তিতে যখন সমাধান হবে তখন ইন্সটল করে নিতে পারবেন।
২. ইনস্টলেশনের পর:
এরপর অপারেটিং সিস্টেম ইনস্টল হয়ে গেলে তা চালু করুন।
টার্মিনালে যান, সেখানে লিখুন, sudo nano /etc/default/grub পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিন।
সেখানে যে লেখাগুলো আসবে সেখান থেকে GRUB_CMDLINE_LINUX_DEFAULT অংশটি খুঁজে বের করে তার উদ্ধৃতি চিহ্নের “” ভেতর অংশটুকের quite splash লেখা দেখা যাবে, সেখানে pci=nomsi অথবা pcie_aspm=off যুক্ত করে দিন।
এবং তা সংরক্ষণ (save) করুন।
[ctrl+x চাপার পর y এবং এরপর Enter কী চেপে nano টেক্সট এডিটরে সেভ করা হয়]
সেখান থেকে ফিরে আবার টার্মিনাল চালু করুন এবং লিখুন sudo update-grub এবং এন্টার চাপুন।
কাজ হবার পর একবার রিবুট করে নিন।
সমস্যা সমাধান!
No comments:
Post a Comment