Tuesday, March 19, 2019

লিনাক্সের মৌলিক কমান্ড - ১/২০

গনু/লিনাক্স ব্যবহারের অন্যতম মজা কমান্ড লাইনে কাজ করা, এজন্য লিনাক্স এর বিশেষ সুনামও রয়েছে‌‌।
খুব বেশি তাত্ত্বিক আলোচনা করবো না,  বা চেষ্টা করবো পুরোপুরি এড়িয়ে যেতে, তবে যতটুকু প্রয়োজন,
সে আলোচনা হবে। বেশকিছু উন্মুক্ত বই আর কমান্ডের ম্যানুয়াল থেকে যে জ্ঞান ‌অর্জন করেছি, চেষ্টা
করবো নতুনদের মাঝে আমাদের প্রিয় মাতৃভাষায় রেখে যেতে।

https://gnulinuxbanglasesh.blogspot.com, ব্লগে বেশকিছু প্রথমিক তথ্য রয়েছে,
তার পর থেকে আলোচনা শুরু হল,

টার্মিনাল চালু করুন, লিখুন এবং এন্টার-কী (Enter-Key) চাপুন,
whatis cp
whatis ls
whatis mv
whatis man
whatis whatis

নিশ্চয়ই whatis কমান্ড সম্পর্কে সাধারণ কিছু ধারণা পেয়েছেন! এটা হল এক লাইনে ম্যানুয়াল বা কোন কমান্ড
সম্পর্কিত ধারণা দেবার কমান্ড। কোন কিছুর তথ্য যদি এক লাইনে না বলা যায়, এটা তাও বলে দেবে।

clear লিখে এন্টার-কী চেপে টার্মিনাল পরিষ্কার করে নিন, এবার লিখুন,
whereis cp
whereis ls
whereis mv
whereis man
whereis whereis

তাহলে বুঝতে পারলাম, whereis কমান্ড কোন কিছুর অবস্থান জানতে ব্যবহৃত হয়।

pwd = print working directory (যে ডাইরেক্টরিতে কাজ হচ্ছে তা দেখাও)
তার মানে, আপনার অবস্থান বর্তমানে কোখায় তাই দেখাবে।
টার্মিনালে লিখুন,
pwd
যা দেখাল, ওটিই আপনার অবস্থান।

cd = change directory (ডাইরেক্টরির পরিবর্তন)
টার্মিনালে যান, লিখুন,
cd /
pwd
cd /home
pwd
cd /bin
pwd
cd /home/your_name/Downloads/
pwd
cd .. [একধাপ পেছনে আসবে]
pwd
cd -  [আগের ডাইরেক্টরিতে ফিরে আসবে]
pwd
cd /etc
pwd
cd ~
pwd
cd /home/your_name

টার্মিনাল চালু করলেই আপনার অবস্থান থাকে /home/your_name এ। এটা আপনার ব্যবহারের ডাইরেক্টরি,
আর একটি হল মূল ডাইরেক্টরি, এটা রুট(root) ডাইরেক্টরি নামে পরিচিত। ডাইরেক্টরি নিয়ে কাজের ক্ষেত্রে
আর একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, Absolute Path আর Relative Path নামে এটি পরিচিত।
বোঝার সুবিধার জন্য একে প্রধান পথ এবং শাখা পথ ভেবে নিতে পারি। লিনাক্সের ক্ষেত্রে রুট (root) বা "/" হল
মূলপথ, অর্থাৎ যখন আপনি cd /home/your_name/Downloads এ গেলেন, আপনি প্রধান পথ দিয়েই
আপনার গন্তব্য Downloads এ গিয়েছেন, আর যখন আপনার অবস্থান /home/your_name এ, তখন
cd Downloads
লিখে Downloads নামের ডাইরেক্টরিতে যেতে পারবেন, এই পথ Relative Path বা শাখাপথ।
/home/your_name এখানে প্রধান পথ , আর এর ভেতরে রয়েছে Downloads নামের ডাইরেক্টরি।

No comments:

Post a Comment

Simple Screen Recorder এবং ফেসবুকে স্ক্রিন শেয়ারিং এর Black Screen সমস্যার সমাধান

 লিনাক্স নির্ভর অপারেটিং সিস্টেমে GNOME Interface ব্যবহারকারীদের কেউ কেউ ফেসবুকের ভিডিও কলে স্ক্রিন শেয়ারিং অপশনে কিংবা সিম্পল স্ক্রিন রেকর্...