গনু/লিনাক্স টার্মিনালে ব্যবহৃত কিছু সিস্টেমের নির্দেশনা (কমান্ড)
১. uname (your neme? (তোমার নাম?))
uname => সিস্টেমের তথ্য দেখাবে
uname -a => সিস্টেমের সকল তথ্য দেখাবে
uname -s => কার্নেলের নাম দেখাবে
uname -n => নেটওয়ার্ক নোড হোস্টের নাম দেখাবে
uname -r => ব্যবহৃত কার্নেলের তথ্য দেখাবে
uname -v => মূল কার্নেলের ভার্সন দেখাবে
uname -m => যন্ত্রের হার্ডওয়্যারের নাম দেখাবে
uname -p => নন পোর্টেবল প্রসেসরের ধরণ দেখাবে
uname -i => নন পোর্টেবল হার্ডওয়্যারের ভিত্তি দেখাবে
uname -o => অপারেটিং সিস্টেমের নাম দেখাবে
uname --help => এই কমান্ড সম্বন্ধে আরো সহায়তা প্রয়োজন হলে এখানে পাবেন।
uname --version => এই কমান্ডের ভার্সন দেখাবে।
২. uptime (কতক্ষণ যাবত চালু আছো?); hostname (কার বাড়িতে রয়েছো?); whoami (আমি কে?)
uptime => বর্তমান সময়, সিস্টেম কতক্ষণ যাবত চালু আছে, কতজন ব্যবহারকারী এখন লগ করা আছে, এবং ১, ৫, এবং ১৫ মিনিট আগের সিস্টেম লোডের গড় মান দেখাবে। এই তথ্য গুলো "w" এর মাধ্যমেও দেখা যায়।
uptime -p => চমৎকার ফরম্যাটে দেখাবে।
uptime -h => এ সম্পর্কে সাহায্য পেতে পারেন এমন লেখা দেখাবে।
uptime -s => সিস্টেম কখন থেকে চালু আছে তা বছর-মাস-দিন ঘন্টা:মিনিট:সেকেন্ড এই ফরম্যাটে দেখাবে।
uptime -V => আপটাইমের কোন ভার্সন ব্যবহার করছেন, তা দেখাবে।
uptime /var/run/utmp => বর্তমানে কে লগ করে আছে তার তথ্য দেখাবে।
uptime /proc => প্রসেসের তথ্য দেখাবে।
hostname => আপনার ডিস্ট্রোর নাম দেখাবে, অথবা বলা যেতে পারে আপনি কোথায় কাজ করছেন তার মালিকের নাম। বা কার বাড়ির অতিথী!
hostname -i => বাড়ির ঠিকানা...(আপনার হোস্টের(পরিচালকের) আইপি ঠিকানা) দেখাবে।
hostname -I => সমস্ত নেটওয়ার্কের ঠিকানা দেখাবে।
hostname -V => এটার ভার্সন সম্পর্কিত তথ্য দেখাবে।
hostname -h => এ সম্পর্কিত সকল সহায়তা পেয়ে যাবেন।
last reboot => সিস্টেম রিবুট করার সকল ইতিহাস দেখাবে।
w => কে অনলাইনে আছে তা দেখাবে। মানে কে এখন ডিস্টোতে লগইন অবস্থায় রয়েছে।
whoami => আপনি কে? তার উত্তর পেয়ে যাবেন! (Who am I?)
মূল লেখক [uptime] : David MacKenzie [uname]
Larry Greenfield [uptime]
Richard Mlynarik, Peter Tobias, Bernd Eckenfels [hostname]
Michael Meskes [whoami]
অনুবাদক: এস. এ. মুক্তাদীর সম্রাট
ব্লগটি শুধুমাত্র বাংলাভাষী ভাই-বোনদের জন্য, যারা নতুন কিছু শিখতে ভালবাসে, শেখাতে ভালবাসে। সকল লেখা সম্পূর্ণ উন্মুক্ত, কপি-পেস্ট, বিতরণ, পরিবর্তন সবই করা যাবে। অনুমতি নেবার প্রয়োজন নেই।
Subscribe to:
Post Comments (Atom)
Simple Screen Recorder এবং ফেসবুকে স্ক্রিন শেয়ারিং এর Black Screen সমস্যার সমাধান
লিনাক্স নির্ভর অপারেটিং সিস্টেমে GNOME Interface ব্যবহারকারীদের কেউ কেউ ফেসবুকের ভিডিও কলে স্ক্রিন শেয়ারিং অপশনে কিংবা সিম্পল স্ক্রিন রেকর্...
-
১০টি মজার কমান্ড নিয়ে বলা যেতে পারে, নতুন ব্যবহারকারীরা বেশ নির্মল মজা খুঁজে পেতে পারেন!
-
লিনাক্স নিয়ে (গনু+লিনাক্স) মোটামুটি প্রাথমিক ধারণা সম্ভবত আমি লিখে ফেলেছি। যে সকল বন্ধুগণ সবেমাত্র গনু/লিনাক্স ব্যবহার করা শুরু করেছেন বা শ...
No comments:
Post a Comment