রুফাস
(Rufus) সফ্ট্যয়ার
দিয়ে কিভাবে পেনড্রাইভ বুটেবল
করতে হয় তাই বলার চেষ্টা করবো,
খুব বেশি
হলে দুই মিনিটের কাজ।
নিচে
যে ছবিটা দেখতে পাচ্ছেন,
তার মার্ক
করা দুইটি অংশই মূলত জানার
বিষয়।
পিসিতে
পেনড্রাইভ লাগিয়ে রুফাস চালু
করলে (ইনন্সটল
করা লাগে না) মার্ক করা ১ম
অংশটিতে আপনার পেনড্রাইভের
নাম দেখাবে,
নাম
দেখে থাকলে ২ নং অংশে ক্লিক
করুন। আর যে আইএসও (.iso)
ডিস্ক
ইমেজ ফাইল ডাওনলোড করেছেন তা
সিলেক্ট করে স্টার্ট (start)
চাপুন।
কিছুক্ষণ
অপেক্ষা করুন।
আপনার
পেনড্রাইভ টি বুটেবল
হয়ে গেছে।