Tuesday, April 11, 2017

রুফাস (Rufus) দিয়ে যেভাবে পেনড্রাইভ বুটেবল করবেন (উইনন্ডোজ ব্যবহারকারীর জন্য)


রুফাস (Rufus) সফ্ট্যয়ার দিয়ে কিভাবে পেনড্রাইভ বুটেবল করতে হয় তাই বলার চেষ্টা করবো, খুব বেশি হলে দুই মিনিটের কাজ। 
 
নিচে যে ছবিটা দেখতে পাচ্ছেন, তার মার্ক করা দুইটি অংশই মূলত জানার বিষয়। 

 

পিসিতে পেনড্রাইভ লাগিয়ে রুফাস চালু করলে (ইনন্সটল করা লাগে না) মার্ক করা ১ম অংশটিতে আপনার পেনড্রাইভের নাম দেখাবে,
নাম দেখে থাকলে ২ নং অংশে ক্লিক করুন। আর যে আইএসও (.iso) ডিস্ক ইমেজ ফাইল ডাওনলোড করেছেন তা সিলেক্ট করে স্টার্ট (start) চাপুন।
কিছুক্ষণ অপেক্ষা করুন।
আপনার পেনড্রাইভ টি বুটেবল হয়ে গেছে।



Simple Screen Recorder এবং ফেসবুকে স্ক্রিন শেয়ারিং এর Black Screen সমস্যার সমাধান

 লিনাক্স নির্ভর অপারেটিং সিস্টেমে GNOME Interface ব্যবহারকারীদের কেউ কেউ ফেসবুকের ভিডিও কলে স্ক্রিন শেয়ারিং অপশনে কিংবা সিম্পল স্ক্রিন রেকর্...